সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা। এই তালিকায় সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন বিশিষ্ট সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। খবর প্রকাশ্যে আসার সময় তিনি পন্ডিত বিক্রম ঘোষের সঙ্গে আইআইটি খড়গপুরের স্প্রিং ফেস্টে সরোদ পরিবেশন করছিলেন। সেখানে উপস্থিত দর্শকদের সামনে তিনি এই পুরস্কার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতকে উৎসর্গ করার কথা জানান।
৬৩ বছর বয়সী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গীতযাত্রা শুরু হয় ম্যান্ডোলিন বাজানোর মাধ্যমে। তাঁর প্রথম শিক্ষা দাদু বিভূতি রঞ্জন মজুমদারের কাছ থেকে, যিনি উস্তাদ বাহাদুর খানের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি উস্তাদ আলি আকবর খানের কাছেও তালিম নেন।
নিজের অতীত স্মরণ করে পন্ডিত মজুমদার জানান, “আমার মা ছিলেন স্কুল শিক্ষিকা এবং বাবা সেতার বাজাতেন। বাবার অনেক দায়িত্ব থাকায় তিনি তাঁর সঙ্গীতের স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে তিনি আমার মধ্যে সেই স্বপ্নকে পূরণ করেছেন।”
তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতাম। দীর্ঘ পরিশ্রম আর গুরুদের আশীর্বাদেই আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে নিজের স্থান তৈরি করতে পেরেছি। পদ্মশ্রী পাওয়া শুধু সম্মান নয়, এটি আমার কাঁধে আরও বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে।”
পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার তাঁর এই সম্মান দেশীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি উৎসর্গ করে তা সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।