বিরাট কোহলি এবং রোহিত শর্মার সাম্প্রতিক টেস্ট ফর্ম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রঞ্জি ট্রফিতেও ব্যর্থ হয়েছেন রোহিত, অন্যদিকে রেলওয়েজের বিপক্ষে নামবেন বিরাট। এই পরিস্থিতিতে দলের নয়া ব্যাটিং কোচ সীতাংশু কোটকের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তবে তিনি সরাসরি পরামর্শ দেওয়ার আগে বিরাট-রোহিতকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চান।
সীতাংশু কোটক বলেছেন, রোহিত আর বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শেখার সুযোগও আমি ছাড়তে চাই না। ওরা যে পরিমাণ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, সেই অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। এটা একটা দলগত মানসিকতার অংশ। সবার কাছ থেকে শিক্ষা নেওয়ার খোলা মনোভাব থাকলেই খেলাটা এগোবে।
রোহিতের ব্যাটিং গড় শেষ ১৫ ইনিংসে ১১-এর নিচে, যেখানে বিরাটের গড় ২২.৪৭। এই পরিসংখ্যান বিসিসিআই-এর চিন্তা বাড়িয়েছে। কোটক জানিয়েছেন, ওদের মানসিক প্রস্তুতি আগে প্রয়োজন। তারপর যদি ওরা কোনও পরামর্শ নিতে চায়, আমি সেটাই বলব যা ওদের ব্যাটিংয়ে ২-৫ শতাংশ পরিবর্তন আনতে পারে।
নিউজিল্যান্ড ও বর্ডার-গাভাসকর সিরিজে ব্যাটারদের ব্যর্থতার পর অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতের জায়গায় কোটককে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েই কাজ শুরু করলেও তিনি সময় নিচ্ছেন এবং সরাসরি বেশি এগোতে চাইছেন না।
কোটক মনে করেন, সিনিয়র ব্যাটারদের পরিকল্পনা শোনা এবং সঠিক সময়ে সামান্য পরামর্শই তাঁদের ফর্ম ফিরিয়ে আনতে পারে। তাঁর মতে, সবাই মিলে শেখা এবং শিখিয়ে দেওয়াই আসল পথ।
