অবশেষে এল সুখবর! পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী বাবা-মা হতে চলেছেন। ভালোবাসা দিবসের পরের দিন অর্থাৎ ১৫ তারিখ সকাল সকাল ইনস্টাগ্রামে ঘরে নতুন অতিথি আসার এই হবু মা-বাবা। জনপ্রিয় একটি সংবাদমাধ্যমকে পিয়া চক্রবর্তী জানিয়েছেন, একরত্তি নাকি আসন্ন জুন মাসেই কোলে আসতে। তাই হিসেব করে দেখা যায়, পিয়া চক্রবর্তী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সবই ভাবেই ভ্যালেন্টাইন্স ডে পরের দিন এমন এক আনন্দের খবর ছড়িয়ে পড়তেই আপ্লুত তাঁদের অনুরাগীরা।
এদিন পিয়া চক্রবর্তী বেশ কিছু ছবি কোলাজ করে, একটু অন্যরকম ভাবে এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখলেন, “ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা যে কারণে ব্যস্ত ছিলাম, ১) নিজেদের নিয়ে ২) আমাদের পোষ্য নীনাকে নিয়ে,৩) গত বছর এসেছে বাঘা (বিড়াল) ৪) ভাবী সন্তানের অপেক্ষায়”। ইন্ডাস্ট্রির অনেকেই পরম-পিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের জীবনে আসছে জেন বিটা। কমেন্ট সেকশনে সেই কথাও লেখেন পিয়া চক্রবর্তী।
মা হতে চলেছেন বলে কথা। তাই এই নিয়ে কেমন অনুভূতি হবু মায়ের? তাঁর কথায়,”আমি এবং পরম ভীষণ এক্সাইটেড। ভীষণ খুশি। খুব আনন্দ হচ্ছে। সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। যাতে সব ভালো হয়। তবে সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান।”
উল্লেখ্য, ২০২৩ সালের, ২৭ নভেম্বর তারিখে পরমব্রত আর পিয়া আইনি বিয়ে করেন। দেখতে দেখতে প্রায় দেড় বছরের সংসার পরমব্রত এবং পিয়ার। পোষ্য প্রেম মারাত্মক দু’জনেরই। পরমব্রত এবং পিয়া সব সময় বলেন, তাঁদের পোষ্যরা সারমেয় নীনা এবং বিড়াল বাঘাও তাঁদের পরিবারের সদস্য। এ বার বাড়তে চলেছে সদস্য সংখ্যা। মা হতে চলেছেন পিয়া, আর বাবা হবেন পরমব্রত। একাতত নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন পরমব্রত-পিয়া।
