শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! সোমবার গভীর রাতে বিধাননগরের সল্টলেকের ‘ডিএ’ ব্লকের একটি দোতলা বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে যান বাড়ির কর্তা, ৪৭ বছরের দেবর্ষি গাঙ্গুলি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।
দমকল বিভাগ এখনও আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক অনুমান, সিগারেটের ছাই থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। একবার আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে দেবর্ষি গাঙ্গুলি বের হতে পারেননি।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সময়মতো খবর দেওয়া হলেও দমকলের গাড়ি দেরি করে পৌঁছয়। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত।
দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঠিকানা বিভ্রান্তির কারণেই দমকল দেরি করেছে। “অগ্নিকাণ্ড ঘটেছে ‘ডিএ’ ব্লকে, কিন্তু দমকলকে ভুল করে ‘বিএ’ ব্লকে আসতে বলা হয়েছিল। ফলে কিছুটা সময় নষ্ট হয়,” বলেন তিনি।
ঘটনার পরই তদন্ত শুরু করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। আজ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল, যাতে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দমকল বিভাগকে আরও সতর্ক হতে হবে।
