আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনে গোটা বিশ্বজুড়ে ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। টলিউডও ব্যতিক্রম নয়। জনপ্রিয় প্রযোজনা সংস্থা উইনডোজ প্রোডাকশন ‘আমার বস’ ছবির শ্যুটিং সেট থেকে একটি বিশেষ কোলাজ ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে ধরা পড়েছে বাংলা ভাষার প্রতি অভিনেত্রী রাখি গুলজারের অগাধ টান।
দীর্ঘদিন ধরে মুম্বইবাসী হলেও নিজের মাতৃভাষা ভোলেননি বর্ষীয়ান অভিনেত্রী। শ্যুটিং স্পটেই দেখা গেল, বাংলা বই পড়ছেন তিনি, আবার ছবির এক দৃশ্যে বাড়ির পরিচারককে বাংলা শেখাতেও দেখা গেল তাঁকে। রাখির এই মাতৃভাষা প্রেম মন ছুঁয়েছে তাঁর ভক্তদের।
রাখি গুলজারের আসল পদবি ‘মজুমদার’। ১৯৪৭ সালের ১৫ অগস্ট নদিয়ায় এক বাঙালি পরিবারে জন্ম তাঁর। দেশভাগের আগে তাঁর বাবার ব্যবসা ছিল অধুনা বাংলাদেশের মেহেরপুরে। দেশভাগের পর পরিবার চলে আসে পশ্চিমবঙ্গে। পরবর্তীকালে অভিনয়জগতে পা রেখে বিখ্যাত কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারকে বিয়ে করেন, আর তখনই ‘মজুমদার’ থেকে হয়ে ওঠেন ‘গুলজার’। তবে মাতৃভাষার প্রতি প্রেম অটুট ছিল, আছে, থাকবে।
শুধু রাখি গুলজার নন, উইনডোজ প্রোডাকশনের প্রকাশিত ভিডিয়োতে দেখা গেছে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রদেরও। জয় গোস্বামী, স্মরণজিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদারসহ বহু স্বনামধন্য লেখক-সাহিত্যিক এই ছবিতে অভিনয় করছেন। তাঁদের সম্মান জানিয়ে প্রযোজনা সংস্থা লিখেছে, ‘আমার বসে আমরা আমাদের সাথে পেয়েছি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রদের।’
ভিডিয়োর শুরুতেই দেখানো হয়েছে রবীন্দ্রনাথসহ বহু লেখকের বইয়ের ঝলক। ক্যাপশনে লেখা, ‘এসো প্রাণের ভাষায় কথা বলি প্রাণ খুলে!’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।