ভিকি কৌশলের নতুন ছবি ‘ছাওয়া’ মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার ঝড় তুলেছে। কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউবা খুঁজে বের করছেন খামতি। তবে বুধবার দিল্লির এক নামী শপিং মলের প্রেক্ষাগৃহে এই সিনেমার প্রদর্শন চলাকালীন ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। পর্দার এক কোণে আচমকা দাউদাউ করে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলে উপস্থিত দর্শকদের মধ্যে।
দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমা হলে বিকেল ৪:১৫ নাগাদ আগুন লাগার সূত্রপাত হয়। পরিস্থিতি সামাল দিতে হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে বিষয়টি গুরুতর হয়ে ওঠার আগেই বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যায় ছয়টি দমকল ইঞ্জিন। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের কোনও বিপর্যয় ঘটেনি।
প্রেক্ষাগৃহের এক মুখপাত্র জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, “আমরা মাল্টিপ্লেক্সের টিম এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং কেউ আহত হননি।”
প্রদর্শনীর সময় হলে উপস্থিত থাকা এক দর্শক, বীর সিং জানান, “হঠাৎ করেই ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখে হলজুড়ে আতঙ্ক তৈরি হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।”
দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় প্রেক্ষাগৃহের পরিবেশ।
Leave a comment
Leave a comment