আইপিএলের সিজন শুরু হওয়ার আগে ক্রিকেট মহলে একটাই প্রশ্ন, ধোনি আর কতদিন খেলবেন আইপিএলে? তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেক সময়েই আলোচনা হয়েছে, তবে এবার যেন ধোনি নিজেই কিছু ইঙ্গিত দিলেন। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যেখানে তিনি পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট। শার্টের ওপর দেখা গেল বেশ কয়েকটি সাদা লাইনের আঁকি বুঁকি, যা প্রথমে সাধারণ মনে হলেও, একটু খেয়াল করলেই দেখা যাবে যে এটি আসলে মোর্স কোড।
এমনকি সেই কোডের মাধ্যমে যে বার্তা ধোনি দিতে চেয়েছেন, তা ছিল ‘ওয়ান লাস্ট টাইম’। এই শব্দগুলো দেখে একদম স্পষ্টভাবে মনে হচ্ছে যে, হয়তো ২০২৫ সালের আইপিএল সিজনটাই হতে পারে ধোনির শেষ আইপিএল।
ধোনি যদিও কখনও স্পষ্টভাবে কিছু বলেননি, কিন্তু এই ইঙ্গিতেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। অনেকেই ধারণা করছেন যে, ২০২৫ সালেই আইপিএল ছাড়তে পারেন মাহি। তাঁর বয়স এখন ৪৩, কিন্তু খেলোয়াড় হিসেবে তাঁর ফিটনেস এবং পারফরম্যান্সে কোনও ক্ষতি হয়নি। এখনও মাঠে এসে ধোনি যে ধামাকা দেখান, তা সবসময় মুগ্ধ করে ক্রিকেটপ্রেমীদের।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি এখনও দলের মঞ্চে শক্তিশালী উপস্থিতি তৈরি করেন। তাঁর শার্টের ওই বার্তা যেন তার পেশাদার জীবনের পরবর্তী পর্বের ইঙ্গিত দেয়। এখন অপেক্ষা শুধু এই অপেক্ষিত ঘোষণার।
এবার ধোনির অনুরাগীরা অপেক্ষায় আছেন, দেখতে যে সত্যিই তিনি ২০২৫ সালের পর আইপিএল থেকে বিদায় নেবেন কি না।