টলিউডে নতুন চমক! পরিচালক সায়ন্তন ঘোষাল নতুন ছবির কাজ শুরু করলেন, যেখানে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দর্শনা বণিক, রজনন্দিনী পাল ও দেবারতি মুখোপাধ্যায়। হিমাচল প্রদেশের মনোরম পাহাড়ি পরিবেশে চলছে শুটিং, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সূত্রের খবর, ছবিটি হতে চলেছে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে রহস্যের মোড় থাকবে একাধিক। তবে গল্পের বিশদ এখনও গোপন রাখা হয়েছে। শুটিংয়ের কিছু মুহূর্ত অনলাইনে প্রকাশ পেতেই আলোচনার ঝড় উঠেছে।
ঋতুপর্ণা দীর্ঘদিন ধরেই বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রী। এই ছবিতে তাঁকে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। দর্শনা ও রজনন্দিনী ইতিমধ্যেই নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন, আর দেবারতি নবাগত হলেও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
ছবির জন্য হিমাচল বেছে নেওয়ার কারণ হিসেবে পরিচালক জানিয়েছেন, গল্পের আবহের সঙ্গে পাহাড়ি পরিবেশের সংযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রহস্যের মিশেলে ছবিটি এক অন্য মাত্রা পাবে।
প্রত্যাশা করা হচ্ছে, এই বছরই ছবির মুক্তির তারিখ ঘোষণা হবে। টলিউডের দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন ধরণের অভিজ্ঞতা হতে চলেছে।