ফের কামারহাটিতে খোলা মঞ্চে অর্জুন সিং কে হুশিয়ারি মদন মিত্রের! কামারহাটি ঢুকলে আর বেরোতে দেবো না।পালটা চ্যালেঞ্জ কাউন্সিলর নির্মলা রাই কেও।প্রকাশ্য খোলা মঞ্চে ফের অর্জুন সিং কে হুশিয়ারি মদন মিত্রের। কামারহাটিতে এলে বেরোতে দেবো না আর! ও ঢুকতে পারবে কিন্তু বেরোতে দেবো না! কামারহাটির ব্যাপারে ও নাক গলাবে কেন? ও ভাটপাড়া ছেড়ে এখানে আসবে কেন? অর্জুন কে নিয়ে এই প্রশ্ন মদন মিত্রের। কাউন্সিলর মুখ্যমন্ত্রীকে জানাতেই পারেন। কিন্তু তার আগে আমাদের কে জানাচ্ছে কেন?এতো ভয় কিসের কাউন্সিলরের? এতো লোক এলো মিটিং করতে ও এলে কি খুন হয়ে যেত? দলে থেকে গদ্দারি করা যাবে না কিছুতেই। তলায় তলায় বিজেপির সাথে যোগাযোগ রাখা যাবে না। এলাকায় বাসিন্দারা পরিষেবা পাচ্ছে না এই ভাবে চুপ করে বসে থাকা যাবে না। ২৯ নং ওয়ার্ডে দলের কাজ সব আমাদের কর্মীরাই বুঝে নেবেন। এই ওয়ার্ডের সবাইকে জানাচ্ছি যার যা প্রয়োজন আমার সাথে কথা বলবেন। আমাকে জানাবেন। আমি দিবা-রাত্র মদন মিত্র আপনাদের পাশে আছি আর সাথে আছি। এইভাবেই হাসিমুখে এগিয়ে এলেন তিনি বেলঘরিয়াতে শুট আউট এর পরে। অর্জুন সিং কামারহাটি এলাকায় প্রবেশ করলে তাকে যে উচিৎ শিক্ষা দেওয়া হবে সেটাই বললেন তিনি। বিধানসভা ভোটের আগে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। আর তাই হুমকি আর পাল্টা হুমকি চলছে উত্তর ২৪ পরগণার কামারহাটি, ভাটপাড়া এলাকায়। চলছে খুনোখুনি, মারামারি, আর রাজনৈতিক হিংসা। আর তাকে পুঁজি করেই রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা দেখিয়ে এলাকা দখল করে রাখতে চাইছেন। ভোটের এক বছর আগে থেকেই ক্রমেই উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া, কামারহাটি, ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকা।
