বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে প্যারিসে রয়েছেন, তবে এই সফরে তার স্বামী রণবীর সিংয়ের অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। দীপিকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্যারিস সফরের কিছু ঝলক শেয়ার করেছেন। সেইসব ছবিতে দীপিকাকে একাই দেখা গিয়েছে, যা রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে বলিউড মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
সম্প্রতি দীপিকাকে প্যারিসে একটি বড় ফ্যাশন ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছে। তিনি ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছেন এবং তার লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ইভেন্টে রণবীরের অনুপস্থিতি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
দীপিকা ও রণবীর বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। বিয়ের পর থেকে তারা প্রায় সবসময় একসঙ্গে বিভিন্ন ইভেন্টে হাজির হয়েছেন। কিন্তু দীপিকার সাম্প্রতিক একক সফর ঘিরে অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, রণবীর কেন দীপিকার সঙ্গে প্যারিস সফরে যাননি? অনেকে মনে করছেন, হয়তো পেশাগত ব্যস্ততার কারণেই রণবীর এই সফরে যোগ দিতে পারেননি।
যদিও দীপিকা ও রণবীর কেউই এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। দীপিকার একক সফর নিয়ে নানা ধরনের অনুমান চলছে। ভক্তদের মতে, তারকাদের পেশাগত ব্যস্ততা ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই হয়তো এই সফর হয়েছে। তবে দীপিকা বা রণবীরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত এই জল্পনা অব্যাহত থাকবে।
