একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নেতাদের নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি বলেন, “পাবলিক বলে, আমি বলছি না।” শুভেন্দু আরও বলেন, “পাবলিক যে ঠিক, সেটা প্রমাণিত হয়েছে।” এর মাধ্যমে তিনি তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
একুশের নির্বাচনে বেশ কিছু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল সহ অনেকে। তবে, নির্বাচনের পর অনেকেই আবার তৃণমূল শিবিরে ফিরে আসেন। এখন প্রশ্ন উঠছে, আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে আবার কি তৃণমূল থেকে বিজেপিতে নেতাদের দলবদল ঘটবে?
এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি নেওয়ার কেউ নই। বিজেপির হিন্দু ভোটব্যাঙ্ক চাই না তৃণমূলের প্রথমসারির নেতা বিজেপিতে যোগ দিক।” তিনি দাবি করেন, জনগণ যা বলেছে, তা সঠিক, আর তৃণমূল থেকে বিজেপিতে যারা যোগ দিয়েছিলেন, তারা নিজেরাই প্রমাণ করেছেন যে জনগণের মতামত সঠিক ছিল।
শুভেন্দুর এই মন্তব্যের পর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিজেপির কিছু ছিল না, ভুলভাল বলে নেতাদের নিয়ে যাওয়া হয়েছিল। বিজেপির সংগঠন বলতে কিছু নেই। ২০২৪ সালে বিজেপির এই অবস্থা কেন হবে, সে সম্পর্কে শুভেন্দু বাবুরা একটু ভাবুন।”
এখন দেখার, আগামী নির্বাচনে দলবদলের চিত্র কতটা পরিবর্তিত হয়, আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর বক্তব্যে কী ধরনের প্রভাব পড়ে।