পরিতোষ সাহা: বীরভূম
কোভিডের আগে থেকেই বিশ্বভারতী নিজেদের মতন করে বসন্ত উৎসব পালন করে আসছে।সেখানে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বভারতী।সেই স্বাদ মেটাতে শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বসন্ত উৎসব পালন করছিল স্থানীয়রা।কিন্তু তাতেও আপত্তি জানিয়েছিল বনদপ্তর( যদিও গতকাল বনমন্ত্রী বিরবাহা হাঁসদা সেই নিষেধাজ্ঞা তুলে দেয়)।তাই,কয়েকবছর ধরে জেলা সদর সিউড়ির সেচ কলোনীর মাঠে স্থানীয় উদ্যোগে বসন্ত বন্দনা শুরু হয়।একপ্রকার বিশ্বভারতীর ধাঁচেই এই বসন্ত বন্দনা শুরু হয়।গত বছর প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল।কিন্তু এবার যেহেতু সোনাঝুরিতে নিষেধাজ্ঞা ছিল,তাই এবার এই সংখ্যা বাড়বে বলে মনে করে পুলিশ,প্রশাসন।
পাশাপাশি, গোটা জেলার বিভিন্ন প্রান্তে বসন্ত উৎসব পালন করা হচ্ছে।সকাল থেকেই উৎসবে মেতেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।অন্যদিকে এই মাস রমজানের।তার উপর শুক্রবার।তাই এই দিনের কথা উল্লেখ করে সভাধিপতি কাজল সেখ বলেন,“ এই উৎসব সবার।কিন্তু যেহেতু এই মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস।তার উপর শুক্রবার।তাই কোন কারণে কারো কোন অসুবিধা না হয় তা দেখতে হবে।” যদিও দোল উৎসব ও রমজান নিয়ে সতর্ক বীরভূম পুলিশ।