আজ, ১০ ডিসেম্বর, সংসদের বাইরে আদানি ঘুষ-কাণ্ড নিয়ে বিরোধীদের ধর্নার জবাবে বিজেপি নেতৃত্ব এক নতুন বিতর্ক উত্থাপন করেছে। বিজেপি সভাপতি জে পি নড্ডা সনিয়া গান্ধীকে অভিযোগ করেছেন যে, তাঁর সম্পর্ক রয়েছে ‘ভারত বিরোধী শক্তির’ সঙ্গে। বিশেষ করে, তিনি আমেরিকান ধনকুবের জর্জ সোরসের সঙ্গে সনিয়া গান্ধীর যোগসূত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সোমবার, সনিয়া গান্ধীর জন্মদিনে এই অভিযোগ তোলার মাধ্যমে বিজেপি আরও একবার গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, সোরসের সঙ্গে সনিয়ার সম্পর্ক দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও সোরসের সঙ্গে সনিয়ার যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ব্যাহত হয়। বিরোধীরা বিজেপির এসব অভিযোগকে একে অপরকে দোষারোপের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছে এবং দাবি করেছে যে, বিজেপি আদানি ঘুষ-কাণ্ড নিয়ে আলোচনা বন্ধ করতে চাচ্ছে।
গত সপ্তাহে, ফরাসি সংবাদসংস্থা মিডিয়াপার্টের একটি রিপোর্ট প্রকাশ পায়, যেখানে সোরসের সম্পর্ক ও আদানি ঘুষ-কাণ্ড নিয়ে আলোচনার হালচাল ছিল। বিজেপি অভিযোগ তোলে যে, সোরস ভারতের অস্থিরতা সৃষ্টির জন্য অর্থ খরচ করছেন। কংগ্রেস অবশ্য বিজেপির এই অভিযোগ অস্বীকার করে জানায় যে, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে মিডিয়াপার্টের রিপোর্ট বিকৃত করছে।
এদিকে, বিরোধী দলগুলি আজ সংসদের মকরদ্বারের সামনে আদানি ঘুষ-কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখায়। রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস সাংসদরা প্রতিবাদ জানিয়ে আদানি এবং মোদীর বিরুদ্ধে একযোগ আক্রমণ করেন।