দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে, ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ। মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই প্রয়াত হন এই বর্ষীয়ান রাজনীতিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। অক্টোবর মাসে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এসএম কৃষ্ণকে। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন কিছু দিন আগে।
বেঙ্গালুরুকে ভারতের ‘সিলিকন ভ্যালি’-তে পরিণত করার ক্ষেত্রে বড় অবদান ছিল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর। পরিবার সূত্রে জানা গেছে,”প্রয়াত হয়েছেন এসএম কৃষ্ণ। নিজের বাসভবনে রাত ২ টো ৪৫ মিনিট শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সম্ভবত আজই মদ্দুরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।”
কৃষ্ণ কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত। মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের বিদেশনীতি পরিচালনায় কৃষ্ণের ভাবনাকে যথেষ্ট গুরুত্ব দিতেন মনমোহন। দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসাবে বেঙ্গালুরুকে গড়ে তোলার ক্ষেত্রে কৃষ্ণের অবদান অনস্বীকার্য।
২০১৭ সালে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন কৃষ্ণ। এরপর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। শতাব্দীপ্রাচীন দলের সঙ্গে তাঁর ৫০ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক বিচ্ছিন্ন করার সময় তিনি বলেছিলেন, “দল এখন ধন্দের মধ্যে আছে।” সেই বছরই মার্চ মাসে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও বিজেপিতেও খুব বেশিদিন থাকেননি। বয়সের কারণে সক্রিয় রাজনীতি থেকে গত বছরের জানুয়ারিতে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কৃষ্ণ।
কৃষ্ণের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এসএম কৃষ্ণজির সঙ্গে বহু বার কথা বলার সুযোগ হয়েছে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও শোকবার্তা প্রেরণ করেছেন।