দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচটা দিন। কিন্তু এই ৫ দিনে বক্স অফিসে ‘পুষ্পা ২’ জ্বর অব্যাহত। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল বক্স অফিসে ঝড় তুলেছে রীতিমত। কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার মাইলফলক পৌঁছানোর জন্য পুষ্পা ২ হল দ্রুততম ভারতীয় সিনেমা। সপ্তাহের প্রথম কর্ম দিবসেও রমরমিয়ে চলল আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি।
উদ্বোধনী দিনে, পুস্পা ২ ১৬৪.৫ কোটি টাকা আয় করেছে। তাই এই সিনেমা সহজেই RRR এবং জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও, ২য় দিনে, সিনেমার সংগ্রহ সামান্য কমে হয়েছে ৯৩.৮ কোটি টাকা। শনিবার এই চলচ্চিত্রটির শক্তিশালী প্রত্যাবর্তনের পর শুধুমাত্র ভারতে নেট ১১৫.৫৮ কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে মোট ৩৮৩.৭ কোটি টাকা উপার্জন করেছে। সিনেমাটির হিন্দি সংস্করণ তেলেগু সংস্করণে ৭৩.৫ কোটি টাকা সংগ্রহের সর্বোচ্চ রেকর্ড রয়েছে, ৩১.৫ কোটি টাকা এবং তামিল, ৭.৫ কোটি টাকা। গত সপ্তাহের শেষ নাগাদ হিন্দি ভাষায় মোট ২৫০কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে,বক্স অফিসে ৫৯০ কোটি টাকা ছাড়িয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার এদেশে ৬৫.১ কোটি টাকা আয় করেছে ‘পুষ্পা ২’। শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি উপার্জন করেছে ছবিটি। রবিবার ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবারের এ নিয়ে এখন পুষ্পা ২-র উপার্জন ৫ দিনে ৫৯৪.১ কোটি টাকা।
সিনেমায় পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুনকে দেখা গেছে লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হিসেবে অভিনয় করতে। শ্রীবল্লীর সঙ্গে বিয়েও করেছেন। শ্রীবল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা রয়েছেন। পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে এবারেও রয়েছেন ফাহাদ।