কিছুদিন আগেও বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছিল। এখন সেই একই বাংলাদেশের জামাত-ই-ইসলামীর ‘আমির’ শফিকুর রহমান ভারতের বিরুদ্ধে এক আতঙ্কে মাখা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপর কারও কোনও দখলদারি চলতে দেওয়া হবে না।” এই মন্তব্যে ভারতের দিকে আঙ্গুল তোলা হয়েছে, বিশেষত ফেনি অঞ্চলের বিষয়টি মাথায় রেখে। বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, ফেনি অঞ্চলটি দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এই আবহে জামাতের আমিরের মন্তব্যের তাৎপর্যপূর্ণতা গভীর।
এদিকে জামাত প্রধান শফিকুর রহমান দাবি করেন, ইসকনকাণ্ডের আবহে আওয়ামি লিগ ‘জুডিশিয়াল ক্যু’ করার চেষ্টা করেছিল। তিনি বলেন, “ইসকনের লোকেরা একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে, তার চেহারা এতটাই বিকৃত করা হয়েছিল যে, পরিবারের কাউকে দেখতে দেওয়া হয়নি।” জামাত প্রধানের মতে, এই ঘটনা দেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তবে বাংলাদেশে হিন্দুদের মধ্যে শান্তি বজায় থাকার দাবি করেছেন তিনি, ভারতের উদ্দেশ্যে বলেও মন্তব্য করেছেন, “আমাদের নিয়ে আর খেলো না, আমরা এ দেশে শান্তিতে আছি।”
সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা এবং ধর্মীয় বৈষম্য বাড়ছে। চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীরও অভিযোগ উঠেছে। একই সময়ে, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কট্টরপন্থী মহল উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতেও প্রতিবাদ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।