সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০৬ রান সংগ্রহ করলেও, দক্ষিণ আফ্রিকা ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পাড়ি দেয়।
পাকিস্তান ওপেনিং জুটিতে সইম আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পায়। ৩৩ বলে ৫০ রান পূর্ণ করা সইম ৫৭ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ৯৮ রান করেন, যা তাকে মাত্র ২ রান দূরে রেখেছিল সেঞ্চুরির। মহম্মদ রিজওয়ান ১৩ বলে ১১ রান করে দ্রুত আউট হন, তবে বাবর আজম ২০ বলে ৩১ রান করেন। ইরফান খান ও আব্বাস আফ্রিদি মিলে শেষের দিকে পাকিস্তানের স্কোরে অতিরিক্ত রান যোগ করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে, ডায়ান গ্যালিয়েম ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেন, তবে বাকি বোলাররা বেশ রান দেন।
পালটা ব্যাটিংয়ে, রিজা হেন্ড্রিক্সের মারকাটারি সেঞ্চুরির সাহায্যে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয়। ৬৩ বলে ১১৭ রান করেন হেন্ড্রিক্স, সাথে রাসি ভ্যান ডার দাসেন ৩৮ বলে অপরাজিত ৬৬ রান করেন। ৭টি চার ও ১০টি ছক্কা মারেন হেন্ড্রিক্স। পাকিস্তানের বোলারদের মধ্যে জাহানদাদ খান ৪০ রান খরচ করে ২ উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করেই সিরিজের ট্রফি দক্ষিণ আফ্রিকার দখলে চলে যায়।