বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তিন রিজার্ভ বোলারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার। যদিও মূল স্কোয়াডের সদস্য নন, তবে এই তিনজন ছিলেন রিজার্ভ পেসার, যাদের ফেরত পাঠানো হচ্ছে ভারতেই।
৫ ম্যাচের দীর্ঘ সিরিজে ক্রিকেটারদের চোট বা আঘাতের সম্ভাবনাকে মাথায় রেখে, জাতীয় নির্বাচকরা অস্ট্রেলিয়ায় মূল স্কোয়াডের সঙ্গে তিন রিজার্ভ পেসারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অতীতে অস্ট্রেলিয়া সফরে একাধিক ভারতীয় ক্রিকেটার চোটের সম্মুখীন হওয়ায়, নেট বোলারদের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করে তাদের মাঠে নামানোর ঘটনা ঘটেছে। এই অভিজ্ঞতা থেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবার বেশ সতর্ক ছিল।
যদিও খলিল আহমেদ, মুকেশ কুমার এবং নভদীপ সাইনি মূল স্কোয়াডে ছিলেন না, তবে তিনজনই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অস্ট্রেলিয়ায় ছিলেন। পার্থের নেটে খলিল আহমেদের স্বচ্ছন্দ পারফরম্যান্স না দেখানোর পর, তার বদলে যশ দয়ালকে রিজার্ভ পেসার হিসেবে স্কোয়াডে যোগ করা হয়।
মুকেশ কুমার বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন এবং ভারতীয়-এ দলের হয়ে খেলেছিলেন। সাইনি অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে এক বেসরকারি টেস্টে মাঠে নেমেছিলেন, তারপর থেকে তিনি নেট বোলারের ভূমিকা পালন করে আসছিলেন।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের মতে, বিজয় হাজারে ট্রফিতে তাদের খেলার সুযোগ দেওয়া হলে এই রিজার্ভ বোলাররা ম্যাচ পরিস্থিতিতে আরও উন্নত হতে পারবেন, যার কারণে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।