আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাদের জামিন পাওয়ার পর, জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্যাতিতার মা-বাবা প্রতিবাদে অংশ নিলেও, তৃণমূল নেতা কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, “নির্যাতিতার বাবা-মায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী দল তাদের ব্যবহার করেছে।”
কুণাল ঘোষ আরও বলেন, “এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই। কুলতলি বা অন্য কেসে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। কিন্তু আরজি করের ক্ষেত্রে কেন তা হয়নি?” তিনি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন, “কোলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সিভিককে গ্রেফতার করেছিল। সিবিআই এখন নতুন কিছু খুঁজে পায়নি।”
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কুণাল ঘোষ বলেন, “কীসের জন্য রাস্তায় নামছেন তারা? কেন সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা হচ্ছে?” তিনি অভিযোগ করেছেন, “ডাক্তারদের সংগঠনটি তরুণী চিকিৎসকের মৃত্যুকে রাজনীতির মঞ্চে ব্যবহার করছে এবং সংগঠন দখলের চেষ্টা করছে।”
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিতে হবে। আমাদের সবসময় আইন ও আদালতে আস্থা রাখতে হবে।”