ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ তার দুর্দান্ত বোলিং ফর্মের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের বড় অস্ত্র হয়ে উঠেছেন। তবে এবার তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ইশা গুহ, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
ইশা গুহ, যিনি কলকাতার সঙ্গে সম্পর্কিত, বুমরাহর প্রশংসা না করে তাকে ‘প্রাইমেট’, অর্থাৎ বাঁদর বলে মন্তব্য করেন। গুহ বলেন, “ও তো মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট!”। তার এই মন্তব্য শুনে আবারও ক্রিকেট বিশ্বে ২০০৮ সালের মাঙ্কিগেট কাণ্ডের কথা স্মরণে আসে, যেখানে হরভজন সিংকে অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘মাঙ্কি’ বলে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার জন্য শাস্তি পেতে হয়েছিল।
বুমরাহ গত কিছু দিন ধরে অস্ট্রেলিয়ায় তার অসাধারণ বোলিংয়ে নজর কেড়েছেন। গাব্বা টেস্টের প্রথম দিনে বুমরাহ বলেছিলেন যে, বলের সিম হচ্ছে না সঠিকভাবে, কিন্তু পরের দিন ফিরে এসে তিনি নিজের কেরিয়ারের ১২তম পাঁচ উইকেট পেলেন। বুমরাহের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ইশা গুহ তার মন্তব্যের মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এদিকে, বুমরাহ নিজের বোলিং দক্ষতার মাধ্যমে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এবং তার খেলা চলছেই সফলভাবে। তবে ইশা গুহর মন্তব্য ক্রিকেট মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।