মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ একাধিক দেশের ওপর করের বোঝা চাপানোর পরিকল্পনা নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর, ট্রাম্প একাধিকবার জানিয়েছিলেন, তাঁর প্রশাসন কানাডা, চিন, ব্রাজিল ও ভারতসহ অন্যান্য দেশের ওপর শুল্ক বাড়াতে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘যদি মার্কিন পণ্যের ওপর কোনও দেশ শুল্ক চাপায়, আমেরিকা তাদের পণ্যের ওপর পালটা শুল্ক চাপাবে।’’ তিনি ভারত এবং ব্রাজিলের নাম উল্লেখ করে বলেন, ‘‘ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, আমেরিকাও ভারতীয় পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক চাপাবে।’’
ট্রাম্প আরও বলেন, ‘‘ভারত এবং ব্রাজিল আমাদের পণ্যের ওপর প্রচুর শুল্ক চাপাচ্ছে। যদি তারা আমাদের ওপর শুল্ক চাপাতে চায়, আমরা তাতে সমস্যায় পড়ব না। তবে আমরাও তাদের ওপর পালটা শুল্ক চাপাব।’’ তাঁর এই মন্তব্যের সুরে কথা বলেন ট্রাম্পের মনোনীত কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকও, যিনি বলেন, ‘‘নতুন প্রশাসনের জন্য পারস্পরিক সুবিধাদানের নীতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে যেভাবে আচরণ করা হবে, আমরাও তেমনি আচরণ করব।’’
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক সবাই জানে। তবে, ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘‘দেশের স্বার্থ দেখে তারপর বন্ধুদের কথা ভাবা হবে।’’ এর আগে কানাডা ও মেক্সিকোর মতো প্রতিবেশী দেশের ওপরও শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প।
এদিকে, বাইডেন প্রশাসন দাবি করেছে যে, তাদের আমলে ভারত-মার্কিন সম্পর্ক খুব ভালো জায়গায় থাকবে। তবে, ভারতের শাসকদল বিজেপি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিল, যা আমেরিকা নাকচ করে দিয়েছে।