ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধের মর্টার শেল উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে যখন এক কৃষক ধানের বীজতলা তৈরির জন্য জমিতে মাটি খুঁড়ছিলেন। হিতেন মোদক নামক ওই কৃষক, কোদালের আঘাতে মাটি খুঁড়তে গিয়ে একটি শক্ত ধাতব বস্তুর স্পর্শ পান। আবার মাটি খুঁড়তে শুরু করার পর তিনি দেখতে পান, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকালীন ব্যবহৃত একটি মর্টার শেল বেরিয়ে এসেছে।
এটি দেখে তিনি আতঙ্কিত হয়ে ঝিকরি বিএসএফ ক্যাম্পে গিয়ে খবর দেন। বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন যে এটি একটি মর্টার শেল, যা পাকিস্তানের যুদ্ধকালীন অস্ত্র। শেলের গায়ে ‘পাকিস্তান’ লেখা ছিল। পরে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিন্নাগুড়ি আর্মির বম্ব স্কোয়াড দল এসে শেলটি নিষ্ক্রিয় করে নেয়।
বিএসএফের মতে, এই মর্টার শেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করেছিল। যদিও এর সঠিক উৎস সম্পর্কে তদন্ত চলছে। উল্লেখযোগ্য, এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পশ্চিম ত্রিপুরা জেলার একটি পুকুর খোঁড়ার সময়ও ১৯৭১ সালের যুদ্ধকালীন ২৭টি মর্টার শেল উদ্ধার হয়েছিল।
এ ঘটনার পর এলাকাবাসী এবং প্রশাসন উভয়েই সতর্ক অবস্থানে রয়েছে।