বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কাছে সন্দেহভাজন সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর বুধবার রাতে কুলগামের বেহিবাগের কদর এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। সেই সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনা বাহিনী, এবং এই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়।
এই ঘটনার পর, জম্মু ও কাশ্মীরে উৎসবের মরশুমে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যার মধ্যে অক্টোবরে কনভয়ের অ্যাম্বুলেন্সে হামলার ঘটনাও ছিল। এই হামলার সঙ্গে যুক্ত সব জঙ্গিকেই সেনা, এনএসজি এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে খতম করেছে। সেই হামলায় সেনাবাহিনীর সারমেয় ‘ফ্যান্টম’ও প্রাণ হারিয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ২৩ জন জঙ্গি খতম হয়েছে, তবে নিরাপত্তা বাহিনীর ২৪ জন জওয়ান শহিদ হয়েছেন, তাদের মধ্যে ৬ জন কাশ্মীরে এবং ১৮ জন জম্মুতে নিহত হয়েছেন।
এদিকে, গত কয়েক মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, কারণ শীতে তুষারপাতের আগে এসব অঞ্চলে পাকিস্তান থেকে জঙ্গিদের অনুপ্রবেশ বেড়ে যায়। অক্টোবরের শেষ দিকে জম্মু ও কাশ্মীরে ৮টি সন্ত্রাসী হামলা ঘটে, যার মধ্যে ২৪ অক্টোবরের হামলায় ২ জওয়ান শহিদ হন।
জম্মু অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।