২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিল ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ভারতীয় দল।
কুয়ালালামপুরে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৮০ রান করতে পারে। মোসাম্মত এভা ১৯ বলে ১৪ রান করেন, হাবিবা ইসলাম ৪ বলে ১১ রান করেন নট-আউট। নিশিতা আক্তার নিশি ও ফাহমিদা ১৭ ও ১৪ বলে ১০ রান করে এবং উইকেটকিপার সুমাইয়া ২১ বলে ৯ রান করেন।
ভারতের বোলিং দলে আয়ুশী শুক্লা ৪ ওভারে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন। ১টি মেডেনসহ তিনি ৯ রান দেন। সোনম যাদবও ৪ ওভারে ২ উইকেট নিয়ে মাত্র ৬ রান দেন। শবমন ও মিথিলা ১টি করে উইকেট নেন।
জবাবে ভারত মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ৮৬ রান তুলে জয় পায়। ওপেনার জি তৃষা ঝোড়ো হাফ সেঞ্চুরি করে ৪৫ বলে ৫৮ রান করে নট-আউট থাকেন, মারেন ১০টি চার। সোনিকা ১ রান করে আউট হন। ক্যাপ্টেন নিকি প্রসাদ ১৫ বলে ২২ রান করে নট-আউট থাকেন, ১টি চার ও ২টি ছক্কা মারেন।
সুপার ফোরে ভারতকে আগামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়তে হবে। এছাড়া, নেপাল ম্যাচের পয়েন্টও ভারতের খাতায় যোগ হবে, কারণ গ্রুপ লিগে বৃষ্টির কারণে ভারত নেপালের সঙ্গে ১ পয়েন্ট সংগ্রহ করেছে।