বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটেছে। দীর্ঘ আলোচনা ও আলোচনা পরবর্তী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে, ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে না। ভারতীয় দলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে একটি নিরপেক্ষ দেশে, বাকি অংশের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
পিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ দেশে আয়োজন করার প্রস্তাব আইসিসি অনুমোদন করলেই টুর্নামেন্টের বিস্তারিত স্থান ঘোষণা করা হবে। ভারতের পাকিস্তানে যাওয়ার বিষয়টি একাধিক বার আলোচনায় ছিল, তবে এটি এখন একধাপ পেছনে চলে গেছে। আইসিসি অনুমোদন পেলে শিগগিরই নিরপেক্ষ দেশের নাম জানা যাবে।
তবে, ২০২৭ সালের মধ্যে পাকিস্তান এবং ভারত একে অপরের দেশে আয়োজিত আইসিসি ইভেন্টে অংশ নেবে না বলে জানা গেছে। ২০২৫ সালে ভারতে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তবে পাকিস্তান দল ভারতে যাবে না। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান অংশগ্রহণ করবে না।
এছাড়া, ২০২৮ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপ পাকিস্তানে আয়োজিত হলে, ভারতও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করতে পারে। তবে, পাকিস্তান যদি ভারত-পাকিস্তান নিয়ে ত্রিদেশীয় বা চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করে, তাতে আইসিসির কোন আপত্তি নেই বলে জানা গেছে। এই বিষয়ে শেষ খবর অনুযায়ী, আমিরশাহি সম্ভাব্য স্থান হিসেবে এগিয়ে রয়েছে।