মেলবোর্ন: আসন্ন মেলবোর্ন টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট দল কঠোর অনুশীলন শুরু করেছে। টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি বেশ কয়েকটি বলের সামনে দৃঢ় মনোযোগী ছিলেন। বিশেষ করে রোহিত শর্মা নেটে দেড় ঘণ্টার দীর্ঘ অনুশীলনে অংশ নেন, যেখানে তিনি হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজার বল মোকাবেলা করেন। তার সঙ্গে বিরাট কোহলিও ছিলেন নেটে, যিনি অফস্টাম্পের বাইরের বল থেকে ছাড় দেওয়ার ওপর মনোযোগী ছিলেন।
বিরাট কোহলির আউট হওয়ার প্যাটার্ন লক্ষ্য করা গেছে। গত কয়েক ইনিংসে তিনি অফস্টাম্পের বাইরের বল থেকে আউট হয়েছেন, যার ফলে তিনি নিজেকে ওই ধরনের বল থেকে বের করার জন্য কঠোর অনুশীলনে নিবেদিত হয়েছেন। পার্থে শতরান করার পর থেকে কোহলির ইনিংসগুলো বেশ হতাশাজনক ছিল, যেখানে তার স্কোর ছিল ৫, ৭, ১১ ও ৩।
ভারতীয় দল মেলবোর্নে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে, কারণ ২০১৮ ও ২০২০ সালের সিরিজে তারা এই মাঠে জিতেছিল। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। দুই তারকা ব্যাটারের ব্যাটিংয়ে স্বস্তি না থাকায়, তারা অনুশীলনে আগেভাগে এসে নিজেদের ফর্ম ফিরে পেতে সহায়ক হতে চাচ্ছেন।
এভাবে কঠোর পরিশ্রম করে ভারতীয় দল মেলবোর্ন টেস্টে নিজেদের প্রস্তুতি দৃঢ় করতে চাইছে।