কেন্দ্রীয় সরকারের উদ্যোগে হুগলি নদীর তল দিয়ে একটি পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য নতুন টানেল নির্মাণের পরিকল্পনা চলছে। এই টানেলটি কলকাতা ও হাওড়ার মধ্যে সড়ক যোগাযোগের উন্নতি করবে এবং যানজট কমাতে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর গতি শক্তি প্রকল্পের আওতায় এই প্রকল্পটি প্রায় ১১,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে।
সূত্রের খবর, কলকাতার মেটিয়াবুরুজ থেকে শুরু হয়ে বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি নদীর তল দিয়ে টানেলটি তৈরি করা হবে। প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কলকাতা পুরনিগমের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন, টানেল নির্মাণের জন্য একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, যা প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। এই টানেল চালু হলে দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিং, গার্ডেনরিচ সার্কুলার রোড এবং খিদিরপুরের মতো রাস্তাগুলিতে গাড়ির চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে ওই রাস্তাগুলি পণ্যবাহী বড় গাড়ির কারণে যানজটের শিকার হয়, তবে এই টানেল চালু হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।
এই টানেলটি কলকাতা ও হাওড়ার মধ্যে যান চলাচলের সুযোগ বাড়াবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করবে।