কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সম্মানিত অতিথি’ হিসাবে তিনি যোগ দিয়েছিলেন ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানেই সাক্ষাৎ হয় দুজনের। গালফ কাপের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুয়েত সিটির জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গত চার দশকে প্রথমবড় কুয়েতের আমিরের আমন্ত্রণে উপসাগরীয় দেশটিতে দু’দিনের সফরে গিয়েছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। ইতিপূর্বে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮১ সালে কুয়েতে সফর করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স হ্যান্ডেলে কুয়েতের আমিরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, “আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সময় কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সাথে দেখা করতে পেরে আনন্দিত।” বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। অনুষ্ঠানে যোগ দেওয়ায় দুই দেশের প্রধান একে অপরের সঙ্গে সাক্ষাতে সুযোগ পেয়েছেন বলে জানানো হয়েছে সেখানে।
ইরাক এবং ইয়েমেন সহ আটটি দেশকে নিয়ে দ্বিবার্ষিক আরব উপসাগরীয় কাপের আয়োজন করে কুয়েত। উদ্বোধনী কুয়েত বনাম ওমানের ম্যাচ রয়েছে। এই টুর্নামেন্টে সব থেকে বেশি বার জয় লাভ করেছে কুয়েত। টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে অংশগ্রহণকারী সব দেশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো এদিন আরব গালফ কাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগদানের পূর্বে কুয়েতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মোদী। কুয়েতে বসবাস করে বিদেশিদের মধ্যে ভারতীয়রাই বেশি। দেশের মোট কর্মশক্তির ৩০ শতাংশ হলেন ভারতীয়। কুয়েতের অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেখানকার প্রবাসীরা। জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। এছাড়াও কুয়েতে গিয়ে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন ১০১ বছর বয়সি প্রাক্তন আইএফএস অফিসারের সঙ্গেও।