অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে ভারতের শিবিরে নতুন দুশ্চিন্তার সৃষ্টিকারী ঘটনা ঘটে। দলের দুই সিনিয়র ক্রিকেটার, লোকেশ রাহুল ও রোহিত শর্মার চোটের খবর টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার মেলবোর্নে নেটে অনুশীলন করার সময় ডান হাতে চোট পান লোকেশ রাহুল। এরপর তাঁকে ফিজিওর শুশ্রুষার জন্য যেতে দেখা যায়, যা টিম ইন্ডিয়ার জন্য শঙ্কার কারণ। রবিবার, এমসিজির নেটে আবার নতুন বিপত্তি। ভারত অধিনায়ক রোহিত শর্মা বাঁ-হাঁটুতে চোট পেয়ে যন্ত্রণাকাতর অবস্থায় ছিলেন। তাঁর হাঁটুর বাঁ দিকে কালো স্পটও দেখা যায়, যা দেখে স্পষ্ট যে তিনি অসুস্থ। আইস প্যাক লাগানোর পরেও রোহিতকে দীর্ঘ সময় চোটের জায়গায় বসে থাকতে দেখা যায়, যা ভারতীয় সমর্থকদের চিন্তিত করে তোলে।
তবে, রোহিত শর্মার হাঁটা-চলায় কোনও অস্বাভাবিকতা দেখা না গেলেও, এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে তাঁর চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আকাশ দীপ, রোহিতের চোট নিয়ে মন্তব্য করেছেন এবং সমর্থকদের আশ্বস্ত করেন, ‘আপনি খেলতে নামলে চোট হবেই, এতে দুশ্চিন্তার কিছু নেই।’
রোহিত শর্মা চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও নিজের পরিচিত ছন্দে ফিরতে পারেননি, তবে লোকেশ রাহুল অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন। তিনি ৩টি ম্যাচের ৬ ইনিংসে ২৩৫ রান সংগ্রহ করেছেন, যা দলের মধ্যে সবচেয়ে বেশি।
বর্তমানে, ৫ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি ১-১ সমতায় রয়েছে। পরবর্তী ম্যাচ ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে, যেখানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।