কুয়ালা লামপুরে আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ এশিয়া কাপের ফাইনালে ভারত অপরাজিত থেকে শিরোপা জিতে নিল। ফাইনালে ৪১ রানে বাংলাদেশের বিপক্ষে জয় পায় নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটি।
টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ১১৭ রান। ভারতীয় ওপেনার গঙ্গাদি তৃষা দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। অন্যান্য ব্যাটারদের মধ্যে মিথিলা বিনোদ ১২ বলে ১৭ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ২১ বলে ১২ রান যোগ করেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফরজানা ইয়াসমিন, যিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। নিশাতা আক্তার ও হাবিবা ইসলাম যথাক্রমে ২ ও ১টি উইকেট শিকার করেন। আনিশা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে কিপ্টে বোলিং করেন।
পালটা লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে অল-আউট হয়ে যায়। ভারতের বোলিং আক্রমণে শবনম, নিকি প্রসাদ ও ঈশ্বরী গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তৃষা তাঁর ব্যাটিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার পান।
এই জয়ে ভারত অনূর্ধ্ব-১৯ টি-২০ এশিয়া কাপে অপরাজিত থাকার নজির গড়ে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ফাইনালেও তাদের সহজেই হারিয়ে শিরোপা দখল করে নেয় ভারতীয় মেয়েরা।