ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথেই নিজের অবসরের ঘোষণা করে চমকে দিলেন অশ্বিন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর এই সিদ্ধান্তে গোটা ভারতীয় ড্রেসিং রুম স্তব্ধ হয়ে যায়। অশ্বিনের বাবা দাবি করেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে অসন্তোষ এবং প্রথম টেস্টে তাঁকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরের খেলা তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
অশ্বিনের বর্ণময় কেরিয়ারকে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রধানমন্ত্রী অশ্বিনের অসাধারণ ক্রিকেট দক্ষতা, ঠান্ডা মাথা, এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তিনি জানান, অশ্বিনের অফ-ব্রেক ও ক্যারম বল বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছে। তাঁর ৯৯ নম্বর জার্সি মিস করবেন ভক্তরা।
৩৮ বছর বয়সী অশ্বিন নিজের টেস্ট কেরিয়ারে ৫৩৭ উইকেট ও ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। ওডিআই ফরম্যাটে তাঁর ঝুলিতে রয়েছে ১৫৬ উইকেট, টি২০ ফরম্যাটেও ৭২ উইকেট। এছাড়া, ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর পোস্টে অশ্বিনের দেশের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন। তিনি স্মরণ করেন, একবার অশ্বিনের মা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তিনি দেশের হয়ে খেলেছিলেন। অশ্বিনের স্ত্রী ও পরিবারের ভূমিকারও প্রশংসা করেন মোদি।
অশ্বিনের এই সিদ্ধান্ত ভক্তদের কাছে যতই দুঃখজনক হোক না কেন, তিনি ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী। নিজের বার্তার শেষে অশ্বিনকে আরও একবার শুভেচ্ছা জানান তিনি।