কলকাতা: বড়দিনের আগে দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের জন্য সুখবর নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে বড়দিনে জাঁকিয়ে শীতের আশা নেই।
বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা এই ক’দিন অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
আগামী ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়াও শুষ্ক থাকবে। তবে ২৩ এবং ২৪ ডিসেম্বর দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শীতের এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে শীতপ্রেমীদের নিরাশ করলেও উত্তরবঙ্গে শীতের প্রকোপ অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ এবং পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব না কমলে দক্ষিণবঙ্গের শীত ফিরতে সময় লাগবে।