গত এক বছরে অবিশ্বাস্য শেয়ারমূল্যের বৃদ্ধির জন্য আলোচিত আহমেদাবাদ ভিত্তিক ভারত গ্লোবাল ডেভেলপার্স লিমিটেডের ট্রেডিং সাসপেন্ড করল সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। গত বছরের নভেম্বর মাসে সংস্থার শেয়ারের দাম ছিল মাত্র ১৬.১৪ টাকা, যা এই বছরের ২৩ নভেম্বর বেড়ে দাঁড়ায় ১৭০২.৯৫ টাকায়। শতাংশের হিসাবে এই বৃদ্ধি ছিল ১০,৪৫১.১১ শতাংশ।
সেবির তদন্তে উঠে আসে, এই শেয়ারমূল্যের অতিরিক্ত বৃদ্ধির পেছনে রয়েছে ভুয়ো তথ্য প্রকাশের অভিযোগ। সংস্থার ৯৩ হাজার ৮৬০টি শেয়ার, যা ১৬.৭৭ শতাংশ অংশীদারিত্বের সমান, ২০২০ সালে প্রোমোটারদের হাতে থাকলেও ২০২৪ সালের মধ্যে ৪১ জনের হাতে ৯৯.৫ শতাংশ শেয়ার চলে যায়। এই ব্যক্তিদের ‘পাবলিক শেয়ারহোল্ডার’ হিসেবে দেখানো হয়।
২০২৪ সালের এপ্রিল মাসে ৩১ জনের কাছে ৯.৭২ কোটি প্রেফারেনশিয়াল শেয়ার এবং অগস্ট মাসে ১০ জনের কাছে আরও ৩৫ লাখ শেয়ার বরাদ্দ করা হয়। এরপর নভেম্বর মাসে ‘লক-ইন পিরিয়ড’ শেষ হলে ১৩ জন শেয়ারহোল্ডার ২১ লাখেরও বেশি শেয়ার বাজারে বিক্রি করে প্রায় ২৭১ কোটি টাকা লাভ করেন।
রিলায়েন্স ও টাটা গ্রুপের মতো নামী সংস্থার কাছ থেকে বরাত পাওয়ার ভুয়ো তথ্যও বাজারে ছড়ানো হয়েছিল বলে সেবির দাবি। এই অভিযোগের ভিত্তিতে সেবি সংস্থার ট্রেডিং স্থগিতের পাশাপাশি ১৮ জন অভিযুক্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ভারত গ্লোবাল ডেভেলপার্স মূলত সৌরশক্তি, ইঞ্জিনিয়ারিং, পরিকাঠামো, এরোস্পেস, ডিফেন্স ও কৃষিক্ষেত্রে কাজ করে। তবে এই সংস্থার সাম্প্রতিক কর্মকাণ্ড বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট তৈরি করেছে। সেবির এই পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ।