সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক এবার হচ্ছে নিউটাউনের একটি বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে। ১৭-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। সাধারণত, আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফ্র আহমেদ ভবন বা প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে এই বৈঠক হয়। কিন্তু এই প্রথম, পার্টি অফিসের পরিবর্তে বেসরকারি ভেন্যুতে বৈঠক আয়োজন করছে সিপিএম।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের উপর এই বৈঠক আয়োজনের দায়িত্ব তুলে দেয় রাজ্য নেতৃত্ব। কিন্তু বারাসতের পার্টি অফিসে কেন্দ্রীয় কমিটির বৈঠক করার মতো পরিকাঠামো না থাকায় নিউটাউনের একটি ব্যাঙ্কোয়েটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সাথে দুপুরের খাবারের ব্যবস্থার কথাও বিবেচনায় রাখা হয়েছে।
তবে এই সিদ্ধান্ত সিপিএমের একাধিক প্রবীণ নেতার কাছে মেনে নেওয়া কঠিন। তারা বলছেন, নিজেদের সর্বহারার দল হিসেবে তুলে ধরা সিপিএমের জন্য এমন বিলাসবহুল আয়োজন ঐতিহ্যের সঙ্গে যায় না। এর পাশাপাশি, এপ্রিল মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং করার আগে এমন খরচ জনমনে প্রশ্ন তুলেছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, “কলকাতায় হলে পার্টি অফিসেই বৈঠক হতো। কিন্তু বারাসতের পার্টি অফিসে উপযুক্ত ব্যবস্থা নেই বলেই নিউটাউনে এই সিদ্ধান্ত।”
প্রসঙ্গত, জানুয়ারি মাসে দিল্লির একে গোপালন ভবনে শীতের কারণে বৈঠক না করে বাংলায় বা কেরলে আয়োজনের রীতি চলে আসছে। তবে এবারের নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কোয়েটের আয়োজন সিপিএমের প্রচলিত রীতির থেকে একদম ভিন্ন, যা দলীয় অভ্যন্তরেই সমালোচনা জন্ম দিয়েছে।