ভারতীয় ক্রিকেট দলের ওপেনার লোকেশ রাহুলের ধারাবাহিকতার অভাব নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বর্ডার-গাভাসকর সিরিজে পার্থ এবং ব্রিসবেনে অর্ধশতরান করেও বাকি ম্যাচগুলোতে খেই হারিয়েছেন রাহুল। সিরিজে ২৭৬ রান করলেও তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ৩০.৬৭। মেলবোর্ন টেস্টে তিন নম্বরে নেমেও তিনি ব্যর্থ হন।
সঞ্জয় মঞ্জরেকর রাহুলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “লোকেশ রাহুলের টেকনিক ভালো, কিন্তু ধারাবাহিকতার অভাবে তাঁর প্রতিভার সঠিক বিকাশ ঘটছে না। বারবার একই ভুল করে আউট হওয়া কোনো আন্তর্জাতিক ব্যাটারের পক্ষে ভালো লক্ষণ নয়। পার্থ এবং ব্রিসবেনে ভালো শুরু করেও তিনি নিজের ছন্দ ধরে রাখতে পারেননি।”
রাহুলের টেস্ট ক্যারিয়ারের গড় ৩৩.৫৮, যা ৫৮ ম্যাচ খেলা একজন ব্যাটারের জন্য সন্তোষজনক নয়। তবে মঞ্জরেকর মনে করেন, ইংল্যান্ড সফরে রাহুল দলে থাকবেন। তাঁর মতে, “ইংল্যান্ডের মাটিতে রাহুলের রেকর্ড ভালো। ভারতের ওপেনিংয়ে এখনও একজন নির্ভরযোগ্য ব্যাটার প্রয়োজন। যশস্বী জসওয়াল এবং রাহুলকে নিয়ে ওপেনিং জুটি গড়ার সম্ভাবনাই বেশি।”
যশস্বীর প্রশংসা করতেও ভোলেননি মঞ্জরেকর। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক এবং সবুজ উইকেটে যেভাবে যশস্বী রান করেছেন, তা অসাধারণ। স্টার্কের সুইং বলের সমস্যা কাটিয়ে যেভাবে সিরিজে ৩৯১ রান করেছেন, তা ভারতের জন্য বড় পাওয়া।”
বর্ডার-গাভাসকর সিরিজে যশস্বীর দুটি ৮০-এর ওপর ইনিংস এবং একটি ১৬০ রানের ইনিংস বিশেষভাবে উল্লেখ করে মঞ্জরেকর বলেন, “এত শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন পারফরম্যান্স যশস্বীর ভবিষ্যৎ উজ্জ্বল করবে।”