বাহুবলী ২-র সিংহাসন নড়িয়ে দিল পুষ্পা ২! ভারতের সর্বোচ্চ আয়কারী ছবির তকমা পেলেন আল্লু
পুষ্পা ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা মুক্তি পেয়েছে, কেটে গিয়েছে কয়েকটা মাস। এবার রেকর্ড ভাঙ্গার নজির করলো আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু : দ্যা রুলস। বাহুবলী ২ ছবিটির রেকর্ড রীতিমতো ভেঙ্গে গুড়িয়ে দিল পুষ্পা ২। ৩২ দিনের মাথায় বক্স অফিসে রাজত্ব করছে পুষ্পা ২। ৫ ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই সিনেমা।
৩২ দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ আয় করেছে ১৮৩১ কোটি টাকা, যার মধ্যে ভারতের আয়ই ১৪৩৮ কোটি। এই আয়ের মাধ্যমে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত এই ছবিটি এসএস রাজামৌলির বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন পর্যন্ত বাহুবলী ২ ছিল ভারতের সর্বোচ্চ আয় করা ছবি।
পুষ্পা টিম তাদের এক্স হ্যান্ডেল থেকে জানিয়েছে যে, পুষ্পা ২: দ্য রুল বিশ্বব্যাপী বক্স অফিসে ৩২ দিনে ১৮৩১ কোটি টাকা আয় করেছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, “পুষ্পা ২ এখন ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রি হিট। এটি ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ আয় করা সিনেমা, যা মাত্র ৩২ দিনেই বিশ্বজুড়ে ১৮৩১ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।” উল্লেখ্য, এই জায়গাটা দখল করার পূর্বে বিগত আট বছর ধরে, নিজের জায়গা অটুট রাখতে পেরেছিলেন প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি অভিনীত বাহুবলী ২।
সম্প্রতি সচনিল্কের তরফে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী ৩২ দিনে ভারতে ১৪৩৮ কোটি টাকা আয় করেছে পুষ্পা ২। এদিকে, বাহুবলী ২ এর আয় ১৪১৬.৯ কোটি টাকা। বিশ্বজুড়ে ১৮১০ কোটি টাকা আয় করেছিল সেই ছবিটি। বলে রাখি, আমির খান অভিনীত দঙ্গল ছবিটি ভারতবর্ষে মাত্র ৫৩৫ কোটি টাকার ব্যবসা করলে, বিশ্বজুড়ে এই সিনেমার ব্যবসা ছিল ২০০০ কোটি টাকারও বেশি। এবার দেখার, পুষ্পা সেই রকম ভাঙতে পারে কিনা।