অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ির ফলে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পরিচালিত ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে ভক্তদের জন্য উত্তর প্রবেশদ্বার থেকে দর্শনের আয়োজন করা হয়। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই বিশেষ দর্শন চলবে ১০ দিন ধরে। তবে ৯ জানুয়ারি উৎসবের টোকেন বিতরণের সময়ই ভিড় বেড়ে যায়। বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে স্থাপিত কাউন্টারে হাজার হাজার ভক্ত টিকিট নিতে ভিড় জমায়। সন্ধ্যার দিকে এক নারী অসুস্থ হয়ে পড়ায় গেট খোলা হলে হঠাৎ ভিড় এগিয়ে আসে এবং পদপিষ্টের ঘটনা ঘটে।
টিটিডি-র চেয়ারম্যান বিআর নাইডু বলেন, “বিশৃঙ্খলার জন্য সঠিক তদন্ত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যে টিটিডি-র পক্ষ থেকে পদপিষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ বলেন, “কিছু প্রশাসনিক ত্রুটি ছিল। আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।”
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, টিটিডি প্রথম তিন দিনের জন্য ১,২০,০০০ টোকেন বিতরণের পরিকল্পনা করেছিল। তবে বিপুল জনসমাগম ও প্রশাসনিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।