আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেছে সিবিআই। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে মামলার শুনানি শেষ হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে গোটা শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী একাধিক প্রশ্ন তোলেন। এরপর সিবিআইয়ের পক্ষ থেকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে সওয়াল করা হয়। বিচারক জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি দুপুর ২টো ৩০ মিনিটে মামলার রায়দান হবে। নির্যাতিতার মায়ের অভিযোগ, ‘‘একজনের পক্ষে আমার মেয়েকে একা হত্যা করা সম্ভব নয়। হাসপাতালের মতো জনবহুল জায়গায় বাইরের কেউ এসে এমন ঘটনা ঘটাবে আর কেউ জানতে পারবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। আমি মনে করি, হাসপাতালেরই কেউ এর সঙ্গে জড়িত।’’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা জানান, ‘‘আমরা সিবিআইয়ের সঙ্গে আপাতত কথা বলছি না। আমাদের প্রশ্ন আদালতের সামনেই তুলেছি। কলকাতা পুলিশ পাঁচ দিনে যে তদন্তের ফল দিল, সিবিআই তা পাঁচ মাসেও করতে পারেনি। বরং দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’’ উল্লেখ্য, আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় কলকাতা পুলিশ প্রাথমিক চার্জশিট দাখিল করলেও, পরবর্তীতে সিবিআই তদন্তভার নেয়। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়েছে, অভিযুক্ত সঞ্জয় রায় তার অপরাধ স্বীকার করেছে। তাই তার ফাঁসির সাজা চেয়ে আবেদন জানানো হয়েছে।
নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, প্রকৃত অপরাধীদের শাস্তি হলে তবেই তারা মানসিক শান্তি পাবেন। আদালতের চূড়ান্ত রায় নিয়ে তারা আশাবাদী।