ডেভিড মিলারের নেতৃত্বাধীন পার্ল রয়্যালস বুধবার SA20-তে বদলার মঞ্চে দুর্দান্ত জয় তুলে নিল এমআই কেপটাউনের বিপক্ষে। সোমবারই এমআই কেপটাউনের কাছে ৩৩ রানে হারতে হয়েছিল রয়্যালসদের। তবে এদিন এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নিয়ে হার শোধ করল রয়্যালস।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় পার্ল রয়্যালস। এমআই কেপটাউনের ওপেনার রাসি ভ্যান ডার দাসেন দুরন্ত ইনিংস খেলেন। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৬ বলে অপরাজিত ৯১ রান করেন তিনি। রিজা হেনড্রিক্সের মন্থর ৩০ রান সত্ত্বেও দল নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তোলে। পার্লের হয়ে মুজিব উর রহমান ২টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পার্ল রয়্যালসের ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াস। তিনি ৫২ বলে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। রশিদ খান তাঁকে রানআউট করেন। তবে ততক্ষণে ম্যাচ রয়্যালসের মুঠোয়। ডেভিড মিলার অপরাজিত ২৪ রান করেন এবং দীনেশ কার্তিকের ৬ বলে ১০ রান দলকে সহজ জয় এনে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন প্রিটোরিয়াস।
তবে এই জয়ের মধ্যেও রয়্যালস শিবিরে বড় ধাক্কা এনরিখ নরকিয়ার চোট। গোটা মরসুম থেকেই ছিটকে গিয়েছেন তিনি। আগামী ১৮ জানুয়ারি পার্ল রয়্যালস মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালসের। অন্যদিকে, এমআই কেপটাউনের পরের ম্যাচ ফ্যাফ ডুপ্লেসিসের জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে।