লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার বাড়ি পুড়ে গেছে এবং মৃত্যুর মিছিল ক্রমেই বাড়ছে। এই বিপর্যয়ে শহরের ক্ষয়ক্ষতি ছুঁয়েছে কয়েক হাজার কোটি টাকা। দাবানলের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আগুন ঝোড়ো হাওয়ার কারণে আরও ছড়িয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে হলিউডের বহু তারকাও হয়েছেন গৃহহীন। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই পরিস্থিতিতে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার অস্কার ২০২৫-এর অনুষ্ঠান বাতিল হতে পারে। এমনকি একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, এই বছরে অস্কারের আয়োজন করা সম্ভব হবে না। তবে সেই সমস্ত গুজব উড়িয়ে দিয়ে একাডেমি নিশ্চিত করেছে যে প্রতিবছরের মতো এই বছরও যথাসময়ে অস্কারের আয়োজন করা হবে।
একাডেমি জানায়, মনোনয়নের সময়সীমা কিছুটা বাড়ানো হলেও, অনুষ্ঠানের মূল তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। যদিও অতিরিক্ত খরচ এড়ানোর জন্য ১ লাখ ৪০ হাজার ডলারের গুডি ব্যাগ বিতরণ বাতিল করা হয়েছে। এই ব্যাগগুলিতে সাধারণত বিলাসবহুল উপহার যেমন সুইস আল্পসে তিন রাত থাকার সুযোগ, কসমেটিক সার্জারি, গয়না, এবং বারবিকিউ গ্রিল অন্তর্ভুক্ত থাকে।
প্রসঙ্গত, ২০২১ সালে মহামারির কারণে বিশ্বজুড়ে লকডাউন চলাকালেও অস্কারের অনুষ্ঠান পুরোপুরি বাতিল করা হয়নি। সেবার অনুষ্ঠান দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। এবারও অনুরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে, এবং সময়মতো আয়োজিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অস্কার ২০২৫-এর এই আয়োজন একদিকে যেমন হলিউডের ঐতিহ্য রক্ষায় অবিচল, তেমনই বিপর্যস্ত শহরের পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যেও এটি আশার আলো হয়ে থাকছে।