নতুন আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে চলেছেন ঋষভ পন্ত। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্তকে দলে নেওয়ার পর থেকেই এই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত ছিল। এবার সেটাই বাস্তবে রূপ নিচ্ছে।
পন্ত শুধু এবারের নিলামেরই নয়, আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে তাঁর দক্ষতা ছাড়াও, নেতৃত্বের দক্ষতার জন্যই লখনউ ফ্র্যাঞ্চাইজি এত বড় অর্থ বিনিয়োগ করতে পিছপা হয়নি। পন্ত লোকেশ রাহুলের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি নিলামের আগে দল ছেড়ে দিয়েছিলেন।
লোকেশ রাহুলের বিদায়ের পর লখনউ দলের অধিনায়কত্বের জন্য নিকোলাস পুরান অন্যতম দাবিদার ছিলেন। তবে পন্তের দলে অন্তর্ভুক্তি পুরানের সেই সম্ভাবনা কার্যত শেষ করে দিয়েছে। যদিও পুরান আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ অভিজ্ঞ নেতা, তবু লখনউ ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসেবে পন্তকেই বেছে নিয়েছে।
এই নিয়ে পন্ত দ্বিতীয়বারের মতো আইপিএল দলে অধিনায়কত্ব করতে চলেছেন। এর আগে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও দিল্লিকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি, তবুও তাঁর নেতৃত্বে দল ধারাবাহিক সাফল্য অর্জন করেছিল। তবে আইপিএল ২০২৫-এর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজি সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধের কারণে পন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব পেয়ে পন্তের ওপর প্রত্যাশা অনেক। ফ্র্যাঞ্চাইজি ও ভক্তরা আশা করছেন, তাঁর নেতৃত্বে এবার দল শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবে।