মালদা জেলার ইংরেজবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের হত্যাকাণ্ডে এক শ্যুটারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। বিহারের পূর্ণিয়া জেলার বাইসি থানা এলাকা থেকে ধৃত ওই ব্যক্তির নাম আসরার (২২)।
গত ২ জানুয়ারি ইংরেজবাজারের মহানন্দা পল্লিতে তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, হত্যার সময় ঘটনাস্থলে থাকা চার শ্যুটারের মধ্যে অন্যতম ছিল আসরার। এর আগেও এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি-র তরফে জানানো হয়েছে, বাবলা সরকার খুনের তদন্তের সূত্র ধরেই আসরারের খোঁজ মেলে। ১৭ দিনের চেষ্টার পর তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সিআইডি। ধৃত আসরারকে জেরা করে হত্যার পরিকল্পনা, শ্যুটারদের ভূমিকা এবং গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাব্য কারণ নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে খবর, বাবলা সরকারের সঙ্গে দলীয় গোষ্ঠীর কিছু সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের পেছনে সেই গোষ্ঠীদ্বন্দ্বই মূল কারণ বলে সন্দেহ করছে পুলিশ। তবে হত্যার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।
এই ঘটনার ফলে ইংরেজবাজারের তৃণমূল শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।