উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ১৯ নম্বর সেক্টরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে অন্তত ২০-২৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়।
দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ মোটরবাইকে সজ্জিত দমকলকর্মীরাও তৎপরতা দেখান। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর একটি দলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
মেলার দায়িত্বে থাকা ডিআইজি বৈষ্ণব কৃষ্ণ, জেলাশাসক বিজয় কিরণ আনন্দ, এবং এসএসপি রাজেশ দ্বিবেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারকি করেছেন। তাঁদের দাবি, প্রাথমিক পদক্ষেপের জন্য বিশেষ প্রশিক্ষিত দল থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছে।
দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুযায়ী, আগুন নেভানোর কাজে অন্তত আটটি বিশেষ মোটরবাইক ব্যবহৃত হয়। এগুলি বড় দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই কাজ শুরু করে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। মেলার নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।