শিয়ালদা আদালতে আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। বিচারক অনির্বাণ দাস বেলা সাড়ে ১২টায় এজলাসে বসবেন। প্রথমে সঞ্জয় ও তার আইনজীবীর বক্তব্য শোনা হবে, পরে নির্যাতিতার পরিবারের বক্তব্য। এরপরই সাজা ঘোষণা করবেন বিচারক। গত ১৮ জানুয়ারি সঞ্জয়কে ভারতীয় দণ্ডবিধির ৬৪, ৬৬ ও ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে তার ফাঁসি বা মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে।
সঞ্জয় রায় অবশ্য দাবি করেছে, সে নির্দোষ। তার বক্তব্য, আইপিএস অফিসারদের নির্দেশে সে স্বীকারোক্তি দিয়েছিল। কিন্তু সিবিআইয়ের চার্জশিটের প্রমাণ তার বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী।
চার্জশিট অনুযায়ী, প্রথম প্রমাণ সিসিটিভি ফুটেজ, যেখানে সঞ্জয়কে আরজি কর হাসপাতালের চারতলায় দেখা গেছে। দ্বিতীয় প্রমাণ তার মোবাইল টাওয়ার লোকেশন। তৃতীয় প্রমাণ, খুন হওয়া চিকিৎসকের দেহে পাওয়া ডিএনএ সঞ্জয়ের সঙ্গে মিলে যায়।
চতুর্থ প্রমাণ, তার বাজেয়াপ্ত পোশাকে রক্তের দাগ। পঞ্চম প্রমাণ, ঘটনাস্থল থেকে পাওয়া ছোট চুল, যা সঞ্জয়ের। ষষ্ঠ প্রমাণ, ঘটনাস্থলে উদ্ধার হওয়া ব্লুটুথ ইয়ারফোন, যা তার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। সপ্তম প্রমাণ, সঞ্জয়ের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন, যা নির্যাতিতার প্রতিরোধের ফলে তৈরি।
রায়ের দিন রাতে সঞ্জয় কিছু খায়নি, তবে গতকাল সে ডিনার করেছে। সংশোধনাগারে সে স্বাভাবিক আচরণ করছে এবং রবিবার তাকে ক্যারম খেলতেও দেখা যায়।
এখন সবাই অপেক্ষা করছে, আজকের রায়ে সঞ্জয়ের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।