ভালোবাসার টানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় গ্রেফতার হয়েছেন এক ভারতীয় গৃহবধূ এবং তাঁর বাংলাদেশি প্রেমিক। রবিবার বিকেলে কুচবিহারের দিনহাটা লাগোয়া করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেফতার হওয়া ভারতীয় নারী রেশমা মণ্ডল নামে পরিচিত। তাঁর সঙ্গে ধরা পড়েন প্রেমিক ইউসুফ আলি (২২) এবং অনুপ্রবেশে সহায়তাকারী আরও একজন ব্যক্তি। জানা গেছে, ইউসুফ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাসিন্দা।
সূত্র মতে, প্রেমিক যুগল পরিকল্পনা করে করলা সীমান্ত পেরিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাতাড়ি এলাকায় প্রবেশ করেন। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধরতে সক্ষম হন। সঙ্গে ধরা পড়েন ইউসুফ আলি, যিনি ভারতীয় গৃহবধূকে বাংলাদেশে প্রবেশে সাহায্য করছিলেন।
গ্রেফতারকৃতদের বিজিবি ফুলবাড়ি থানার হাতে তুলে দিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভারতীয় গৃহবধূ সংসার পাতার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। তবে অনুপ্রবেশের ঘটনায় কড়া নজর রাখছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আহ্বান উঠেছে।
প্রেমের জন্য এভাবে সীমান্ত পেরিয়ে আসা ও এর পরিণতি নিয়ে দুই দেশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।