ট্যাংরার ১১/২ ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ পাঁচতলা বহুতল হেলে পড়ার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। বুধবার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, বিল্ডিংটি একদিকে ঝুঁকেছে এবং পাশের বহুতলের খুব কাছাকাছি চলে এসেছে। দ্রুত পদক্ষেপ নিয়ে কলকাতা পুরসভা হেলে পড়া বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণে প্রযুক্তিগত ত্রুটি ছিল। মেয়র ফিরহাদ হাকিম জানান, কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুরসভা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিল্ডিং তৈরির সময় পুরনিয়ম মানা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।
বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিল্ডিংটি আরও হেলে পড়লে পাশের বহুতলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যে পুলিশ মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেছে এবং রাজমিস্ত্রিদের বিল্ডিং খালি করতে বলেছে।
এ ধরনের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই বাঘাযতীনে একটি বহুতল সোজা করতে গিয়ে ভেঙে পড়েছিল। এবারও এমনই বিপদ ট্যাংরায়। তবে পুরকর্তৃপক্ষের কড়া নজরদারি সত্ত্বেও প্রশ্ন থেকেই যায়— বিল্ডিং বিভাগ আগে থেকে ব্যবস্থা নেয় না কেন?