সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। যদিও পরিচালক স্বীকার করেছেন, এটি ‘এক রুকা হুয়া ফ্যায়সলা’ রদ্বারা অনুপ্রাণিত, তবু ছবিটি সম্পূর্ণ মৌলিক উপস্থাপনায় নির্মিত। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন বিচারকের জন্মদিন পার্টি এবং তার পরবর্তী ঘটনাবলী।
ছবির গল্প ঘিরে কোনও স্পয়লার না দিলেও জানা যায়, একাধিক জাতি, ধর্ম, ভাষা এবং যৌন পরিচয়ের ১২টি চরিত্র নিয়ে একটি জটিল কেসে রায় দেওয়া হয়। চরিত্রগুলোর ব্যক্তিগত দ্বন্দ্ব ও সিদ্ধান্তগুলির সঙ্গে কাহিনীর নিখুঁত যোগ তৈরি করেছে।
অভিনয়ের ক্ষেত্রে পরমব্রত চট্টোপাধ্যায় নজর কেড়েছেন তার দেহভঙ্গি ও অভিব্যক্তি দিয়ে। ঋত্বিক চক্রবর্তীও শেষ ভাগে দুর্দান্ত অভিনয় করেছেন। অনির্বাণ চক্রবর্তী এবং সৌরসেনী মৈত্রর সমুদ্রের ধারের দৃশ্য মুগ্ধ করার মতো। এছাড়া সুহোত্র মুখোপাধ্যায়ের চরিত্রের পরিবর্তন ফুটিয়ে তোলার দক্ষতাও প্রশংসনীয়। কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও তাঁদের নিজ নিজ চরিত্রে নিখুঁত।
ছবিটির গান ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ গল্পের মর্মার্থকে অনন্য মাত্রা দিয়েছে। দেওয়াল ভাঙার রূপকের ব্যবহার দর্শকদের মুগ্ধ করবে। এছাড়া ছবিতে ব্যবহৃত বিভিন্ন মেটাফর কাহিনিকে আরও গভীরতা দিয়েছে।
সব মিলিয়ে, ঝরঝরে স্ক্রিপ্ট, টানটান গল্প এবং চমৎকার অভিনয়ের জন্য এই ছবিটি সৃজিতের এক নতুন দৃষ্টান্ত। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ নিঃসন্দেহে দর্শকদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে।