কলকাতা পুলিশের ইনস্পেক্টর রূপালি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তুমুল সমালোচনা শিয়ালদা আদালতের
কলকাতা পুলিশের ইনস্পেক্টর রূপালি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শিয়ালদা আদালতে এক চাঞ্চল্যকর মন্তব্য এসেছে। আদালত সঞ্জয় রায়ের ফোন সংক্রান্ত ঘটনায় তাঁর আচরণকে চূড়ান্ত ভাবে সমালোচনা করেছে। সঞ্জয় রায়ের ফোন টালা থানায় ফেলে রাখার ঘটনায় আদালত তদন্তের গাফিলতির জন্য ইনস্পেক্টর রূপালি মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
বিচারক অনির্বাণ দাসের মতে, রূপালি মুখোপাধ্যায় যে ব্যাখ্যা দিয়েছেন, তা অত্যন্ত দুর্বল এবং সেখানে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, ‘ইনস্পেক্টরের ভাগ্য ভালো যে অভিযুক্তের আইনজীবী তাঁকে চ্যালেঞ্জ করেননি। তবে তদন্তে তাঁর ব্যর্থতা স্পষ্ট।’ এছাড়া, বিচারক আরও বলেন, ইনস্পেক্টর রূপালি মুখোপাধ্যায়ের কাছ থেকে প্রত্যাশিত দক্ষতা এবং জ্ঞানের পরিচয় পাওয়া যায়নি, যদিও তিনি মহিলা গ্রিভ্যান্স সেলের অ্যাডিশনাল ওসির দায়িত্বে ছিলেন এবং একজন সিনিয়র অফিসার।
এটি ঘটে ৯ আগস্ট, যখন সঞ্জয়ের ফোন টালা থানায় ফেলে রেখে দেয়া হয়েছিল। পরে, ১০ আগস্ট, সঞ্জয়কে গ্রেফতার করার পর সেই ফোন বাজেয়াপ্ত করা হয়। বিচারক জানিয়েছেন যে, ইনস্পেক্টরের কাজের পেছনে কোনো দৃঢ় যুক্তি বা উদ্দেশ্য ছিল না। তবে, বিচারক স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো গোপন উদ্দেশ্যে বা মোবাইল ডেটার বিকৃতি করার প্রমাণ পাওয়া যায়নি।
এই ঘটনা আবারও পুলিশি তদন্তের কার্যকারিতা এবং অভ্যন্তরীণ দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছে।