সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কুলটির নিষিদ্ধপল্লি থেকে আগ্নেয়াস্ত্র-সহ সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে লছিপুর এলাকার দিশা সংলগ্ন নিষিদ্ধপল্লি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি ৭ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ এবং দুটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা ঝাড়খণ্ডের ধানবাদ ও রাঁচির বাসিন্দা। প্রাথমিক জেরায় তারা জানিয়েছে, ফুর্তি করতেই নিষিদ্ধপল্লিতে এসেছিল। তবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে তা নিয়ে আসা হয়েছে, তা নিয়ে এখনও মুখ খোলেনি তারা।
সাধারণতন্ত্র দিবস ঘিরে নিরাপত্তা বাড়ানো হলেও এই ঘটনায় পুলিশ চিন্তিত। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ঝাড়খণ্ডের অভিজাত পরিবারের সদস্য।
পুলিশের অনুমান, অস্ত্রগুলি বেআইনি হতে পারে। তাই এই চক্রের পেছনে কে বা কারা রয়েছে, তা জানার জন্য ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আজ, শনিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে।
বাংলাদেশ সীমান্তের অশান্তির আবহে এবং উভয় বাংলার মধ্যে অনুপ্রবেশের আশঙ্কায় রাজ্যজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিষিদ্ধপল্লি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের কাছে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।