রাজস্থানের যোধপুরে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল বোরানাডা। ব্যবসায়িক পার্টনারের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে দুই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি শ্যাম সিং ভাটির বিরুদ্ধে। অভিযুক্ত প্রদীপ দেবসাইয়ের দুই সন্তান, তন্নু (১২) ও শিবপাল (৮), গত ২৪ জানুয়ারি স্কুল থেকে নিখোঁজ হয়। রবিবার তাদের মৃতদেহ উদ্ধার হয় অভিযুক্তের বাড়ি থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্টনার প্রদীপের সঙ্গে যৌথভাবে একটি চুড়ি কারখানা চালাত শ্যাম সিং। কিন্তু ব্যবসায় প্রতারণার শিকার হয়েছিলেন বলে মনে করেন শ্যাম। এর প্রতিশোধ নিতেই সে স্কুল থেকে দুই শিশুকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খুন করে। তাদের দেহ চুড়ি কারখানার কাছে ঝুলিয়ে দেয়।
ঘটনাস্থলে পাওয়া চিরকুটে শ্যাম নিজের অপরাধের কথা স্বীকার করে লেখে, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতেই এই কাজ করেছি। নিজেও আত্মহত্যার ইচ্ছে ছিল।পুলিশের ডিসিপি রাজর্ষি রাজ ভার্মা জানিয়েছেন, দেবসাইয়ের সঙ্গে অংশীদারিত্ব ভেঙে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হন শ্যাম। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ হন তিনি।
বর্তমানে অভিযুক্ত শ্যাম পলাতক। তাকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেবসাইয়ের পরিবারের উপর এই মর্মান্তিক প্রতিশোধ সমাজকে হতবাক করেছে। পুলিশের তদন্তে উঠে আসছে আরও নৃশংস তথ্য।